উত্তর এক-এক ! এবার প্রশ্ন অস্ট্রেলিয়া অ্যাডিলেডে জিতল, নাকি অস্ট্রেলিয়াকে অ্যাডিলেড উপহার দিলেন অধিনায়ক রোহিত শর্মা ? অনেকের মতে, এক্ষেত্রে উত্তরটা দ্বিতীয়টাই। কারণ, ওভালের পিচে এমন কোনও জুজু ছিল না, যেখানে পাঁচদিনের টেস্টে সবমিলিয়ে দেড় দিন ব্যাট করতে হয়েছে ভারতকে।
গোলাপি বলে টেস্ট। সেই ম্যাচের পিচ হবে সবুজ। ম্যাচ শুরুর আগে থেতেই এই ন্যারেটিভ তৈরি করা হয়েছিল অ্যাডিলেড টেস্টকে ঘিরে। ওভালের পিচ কিউটের কিন্তু জানিয়েছিলেন, পিচে ঘাস নয় রয়েছে ঘাসের কোটিং। দুপুর গড়িয়ে স্থানীয় সময় প্রায় বিকেলেই শুরু হয় দিনে-রাতের টেস্ট। এই সময় ঘাসের কোটিং কতটা সক্রিয়, সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেননি পিচ কিউরেটর। তবে, তিনি জানিয়েদিলেন, গোধুলি গগণে কাজ করবে এই ঘাসের কোটিং।
মজার কথা হল, গোলাপি বলে ভারতকে কখনই গোধুলি বেলায় ব্যাট করতে হয়নি। তার আগেই গুটিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তা প্রথম ইনিংসে হোক বা দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে যখন ভারত এসেছিল, তখন ওভালে সন্ধ্যা নেমে গিয়েছে। তাতেও স্ট্রাক, কামিন্স, বোলান্ডদের খেলতে পারেননি ভারতীয় ব্যাটাররা।
ক্রিকেট পন্ডিতদের দাবি, ব্রিসবেন যাওয়ার আগে অ্যাডিলেড খুব গুরুত্বপূর্ণ ছিল অধিনায়ক রোহিত শর্মার কাছে। তাঁদের মতে, গাব্বার থেকে ওভাল অনেক সহজ ছিল। কিন্তু অ্যাডিলেডে সহজ সুযোগ হারালেন রোহিত। কেন, এই সুযোগ হাতছাড়া হল ?
সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীদের মতে, এই মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। কিন্তু টেস্ট ম্যাচে ব্যাট করার জন্য যে ধৈর্য্য সেটা কোথায় ভারতীয় ব্যাটিং শিবিরে ? পার্থ থেকে অ্যাডিলেডে আসতেই কী হল ভারতীয় শিবিরে ?
প্রাক্তনদের বক্তব্য, যখন একটা দেশের কোচের নাম রাহুল দ্রাবিড় হন, তখন সেই দলে ব্যাটিং কোচ না থাকলেও কাজ চালিয়ে দেওয়া যায়। কিন্তু যখন একটা দলে কোচ গৌতম গম্ভীর হন, তখন সেই দলের ব্যাটিং কোচের নাম যদি অভিষেক নায়ার হন, তখন ভাবতেই হচ্ছে।
ভারতীয়দের কাছে অসুবিধার কারণ কী গোলাপি বল ? কারণ, বিরাট-রোহিতরা তো এই বলে ক্রিকেটই খেলেন না। প্রশ্ন হল কেন খেলেন না ? একটা সময় ডিআরএস নিয়ে অ্যালার্জি ছিল ভারতীয় বোর্ডের। যে সময় অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশ ডিআরএসকে স্বাগত জানিয়েছিল, বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড হয়েও ডিআরএস নিয়ে বিসিসিআইয়ের কোনও উচ্চবাচ্য ছিল না।
ঠিক তেমনই বোর্ড সভাপতি থাকার সময় কলকাতা পিঙ্ক বল টেস্ট করে চমকে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের মসনদ থেকে তিনি সরে যেতে সেই পুরনো সরণিতেই ভারতীয় ক্রিকেট। প্রাক্তনদের প্রশ্ন, কেন ঘরের মাঠে টেস্ট সিরিজে গোলাপি বলের টেস্ট রাখল না ভারত ?
তাঁরা মনে করছেন, অস্ট্রেলিয়া আসার আগে ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছিলেন রোহিত শর্মারা। ধরে নেওয়া যাক, নিউজিল্যান্ডের গোলাপি বলে খেলা অভ্যাস রয়েছে। তাহলে কেন অস্ট্রেলিয়ার প্রস্তুতি হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে একটি টেস্ট পিঙ্ক বলে করা হল না ?
শুধু তাই নয়, অ্যাডিলেড আরও একটা বিষয় স্পষ্ট করছে রোহিত শর্মাদের সামনে। আর তা, হল আত্মতুষ্ঠি। পার্থের বুমরা জয় যে ভিত তৈরি করেছিল, ওভালে এসে তা ধাক্কা খেয়েছে বেশ কিছু ভুল সিদ্ধান্তের জন্য। প্রাক্তনদের মতে, অশ্বিনের খেলা নিয়ে প্রশ্ন থাকছে। তাঁদের মতে, এই ম্যাচে সুন্দরের পরিবর্তন খুব একটা প্রয়োজন ছিল না।
যাই হোক, অ্যাডেলেডে কার্যত ল্যাজে গোবরে হয়েই ব্রিসবেন যাচ্ছে টিম ইন্ডিয়া। ১৪ তারিখ থেকে গাব্বায় শুরু ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট। পারবে কী ব্রিসবেন থেকে রোহিত শর্মা এই সিরিজে লিড নিতে ? অস্ট্রেলিয়া কিন্তু অফ চ্যানেলে বিরাটকে ধরে ফেলছে। যা উদ্বেগ অবশ্যই গৌতম গম্ভীরের কাছে।