টিমের ফিজিওর পর আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitalsa) আরও এক ক্রিকেটার। এখনও পর্যন্ত টিমের মোট দুজন সদস্য কোভিডে আক্রান্ত (Covid 19 Affected) হয়েছেন। মুম্বইয়ে কোয়ারিন্টিনে আছে গোটা দল। টিমের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিডে আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)। ক্রিকেটারদের নিজের ঘরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরে গিয়ে কোভিড পরীক্ষা করা হচ্ছে। বুধবার পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নামার কথা ছিল দিল্লি ক্যাপিটালসের। ক্রিকবাজ়ের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, সোমবার পুনে যাওয়া বাতিল করেছে টিম।
শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে খেলতে নামে দিল্লি ক্যাপিটালস। তার আগের দিনই কোভিডে আক্রান্ত হন টিমের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। আরসিবি ম্যাচে দুই টিমকে আলাদা থাকার পরামর্শ দেয় আইপিএল কর্তৃপক্ষ। খাবারও আলাদা দেওয়া হয়। জানা গিয়েছে, সোম ও মঙ্গলবার প্রত্যেক ক্রিকেটারের কোভিড পরীক্ষা চলবে। তারপরই পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।
আরও পড়ুন: এএফসি কাপে এবার এটিকে মোহনবাগানের সামনে ঢাকা আবহনী, বড় জয়ই লক্ষ্য ফেরান্দোর
জানা গিয়েছে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পজিটিভ এসেছে। সোমবার তাই গোটা টিমের আরটি-পিসিআর টেস্ট করানো হয়। আইপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, টিমের কোনও ক্রিকেটার কোভিডে আক্রান্ত হলে তাঁকে কমপক্ষে সাতদিন আইসোলেট থাকতে হবে। ২৪ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ এলে তবেই বায়ো বাবলে ফিরতে পারবেন ক্রিকেটার। যদি ফ্র্যাঞ্চাইজির অনেক ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন, তাহলে মাঠে নামার জন্য আরও একটি নিয়ম আছে। কমপক্ষে টিমের ১২ জন ক্রিকেটারকে কোভিড নেগেটিভ থাকতেই হবে। তার মধ্যে সাতজন ভারতীয় ক্রিকেটার ও একজন পরিবর্ত ক্রিকেটার থাকতে হবে। যদি ১২ জন ক্রিকেটার না থাকে, তবে সেই টিম খেলতে পারবে কিনা, তার সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।