ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করল। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ দাবি করলেন, অ্যাশেজ নয়, আধুনিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত বনাম অস্ট্রেলিয়ার লড়াই বেশি দেখতে চায় মানুষ। প্রাক্তন অধিনায়ককে সমর্থন করেছেন বর্তমান অজি অধিনায়ক প্যাট কামিন্সও। তাঁর মতে, ঘরের মাঠে সবসময় এগিয়ে থেকে শুরু করবে ভারত। আর এই মুহূর্তে যে ফর্মে আছেন বিরাট কোহলি, তাতে তাঁকে সমীহ করতেই হচ্ছে। চোট সারিয়ে এই সিরিজে ভারতীয় দলে ফিরছেন রবীন্দ্র জাডেজা। তবে বুমরার না থাকায় ভারতে ভুগতে হবে বলে মনে করছেন মিচেল স্টার্ক।
প্রায় ছ বছর পর ভারতে মাটিতে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অজি মাঠে নামার আগে রোহিত শর্মাদের সতর্ক করে দিয়েছেন অনেক প্রাক্তনই। বিশেষ করে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর পরামর্শ, অস্ট্রেলিয়াকে বধ করতে হবে পেশ নয়, ভারতকে আস্থা দেখাতে হবে স্পিনারদের উপরেই। আর এই ব্যাপারে অশ্বিনকেই নেতৃত্ব দিতে হবে বলেও জানিয়েছেন শাস্ত্রী।
এদিকে নাগপুরে প্রথম টেস্টের আগে কে হবেন ভারতীয় উইকেট কিপার। টিম ম্যানেজমেন্ট সূত্রে প্রাথমিক দাবি, নাগপুরে অভিষেক হতে পারে কর্নাটকের ক্রিকেটার কেএস ভরতের।