চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অনড় পাকিস্তান। কোনও ভাবেই তাঁরা এই প্রতিযোগিতা দেশের বাইরে যেতে দিতে চায় না। সম্প্রতি, এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, 'আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ দেশের বাইরে সরিয়ে নেওয়া নিয়েও ভাবছেন না।'
পাকিস্তান সুপার লিগের ফাইনাল চলাকালীন সোমবার রাতে নকভি জানান, 'গত সপ্তাহে দুবাইতে আইসিসির বৈঠকের ফাঁকে বিসিসিআই সচিব জয় শাহের সাথে কথা বলেছেন। সব ঠিক থাকলে সে দেশেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।'
আরও পড়ুন - সাজঘরে ক্রিকেটারের সুখটান, কটাক্ষে পাকিস্তান সুপার লিগ
২০০৮ সাল থেকে দীর্ঘ দিন পাকিস্তানে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। সুরক্ষার কারণে গত বছর পাকিস্তানে খেলতে যায়নি ভারত। পাকিস্তান চেয়েছিল ভারত ছাড়া বাকি কোনও দেশের আপত্তি না থাকলে খেলা সেখানেই হবে। কিন্তু পরে পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলিয়ে এশিয়া কাপ হয়েছিল। এবার কী হবে তা নির্ভর করছে আইসিসির উপরে।