বৃহস্পতিবার থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ (ICC World Cup 2023)। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (England and New Zealand)। বিশ্বকাপের কোনও উদ্বোধনী অনুষ্ঠান (Opening Ceremony) হবে না। বুধবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসছেন ১০ দলের অধিনায়ক। ফটোসেশন ও সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছে। কিন্তু ম্যাচ শুরুর আগে বা বুধবার কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলেই জানা গিয়েছে।
বোর্ডের কর্তা জানিয়েছেন, এবার বিশ্বকাপে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনাই ছিল না। ম্যাচ শুরু হবে দুপুর ২টো থেকে। তাই অনুষ্ঠান হওয়ার সুযোগই নেই। এপ্রিলে আইপিএলের উদ্বোধন হয়। পারফর্ম করেন একাধিক বলিউড তারকা। তাই প্রত্যাশা ছিল ২০১১ সালের মতো জমকালো উদ্বোধন হবে। কিন্তু সেই সুযোগ নেই।
আরও পড়ুন: এশিয়ান গেমসে সর্বকালের পদক জয়ের রেকর্ড, বুধেই ৭১-এ পা রাখল ভারত