ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই সোনালি মুহূর্তের সাক্ষী থাকা হল না আহমেদাবাদে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে আইসিসি ট্রফির খরা কাটল না ভারতের। স্বপ্ন ছুঁয়ে দেখার সেই আবেগের আগে স্বপ্নভঙ্গ। সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে মহেন্দ্র সিং ধোনির বন্দনায় নেটিজেনরা।
নেটিজেনদের দাবি, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বই ছিল এক্স ফ্যাক্টর। যা ভারতকে টানা সাফল্যে এনে দিয়েছে। ফাইনালের রাতে চেন্নাই সুপার কিংসের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। বলা হয়, ধোনিকে কি নীল জার্সিতে মিস করছে দেশ! এরপরই তা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। টি২০ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা ধোনির ছবি ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়।