T20 বিশ্বকাপে এক ইনিংসে সর্বাধিক ছয় মেরে রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ সি ম্যাচে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন পুরান। ৯৮ রানে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি। তাঁর ইনিংসে ১০৪ রানে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ।
এই ইনিংসের পর ক্রিস গেলের একটি রেকর্ডও ভেঙে দিলেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ ইনিংসে ১২৪টি ছয়ের রেকর্ড ছিল ক্রিস গেলের। ৮৪টি ইনিংসে ১২৮টি ছয় মেরে রেকর্ড তৈরি করলেন পুরান।
তবে সর্বকালীন তালিকায় এক নম্বরে রোহিত শর্মা। T20 ক্রিকেটে হিটম্যানের ১৯৪টি ছয়ের রেকর্ড শীর্ষে। পাঁচ নম্বরে আছেন নিকোলাস পুরান।