বিশ্বকাপে টসে জিতে ফিল্ডিং নিউজিল্যান্ডের। চেন্নাইয়ের পিচে ব্যাট করতে নেমেই প্রথম বলে ফিরলেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। এদিন বাংলাদেশ ওপেনারের জন্মদিন ছিল। প্রথম বলেই আউট করে ফেরালেন ট্রেন্ট বোল্ট। বোল্টের সঙ্গে নতুন বলে আক্রমণ করবেন হেনরি।
বাংলাদেশ টিমে এদিন আছেন অভিজ্ঞ মুসফিকর রহিম, মাহমুল্লাহ। টিমের হয়ে বোলিং আক্রমণ শুরু করবেন তাসকিন আহমেদ ও শরিফুল। নিউজিল্যান্ড টিমে ফিরেছেন কেন উইলিয়ামসন। তিন নম্বরে নামবেন তিনি। রচিন রবীন্দ্র ওপেন করবেন।