ঘরের মাঠে নিউজিল্যান্ডকে সামলাতে ফের ব্যর্থ টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে, দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের পরই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ২৫৯ রানে শেষ হয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস। টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হল মাত্র ১৫৬ রানে। ৭ উইকেট পেলেন মিচেল স্যান্টনার। দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউয়ি ব্রিগেডও। তাঁদের রান ৫ উইকেটে ১৯৮। ৩০১ রানের লিড নিয়ে ফেলল নিউজিল্যান্ড।
ক্রিকেট ইতিহাসে ভারতের মাটিতে দুটি টেস্ট জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। চিন্নাস্বামীর পর পুনেতে টেস্ট জিতলে সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন টম লাথামরা। নিউজিল্যান্ডকে ২৫৯ রানে ফেরানোর অন্য়তম কারিগর ছিলেন ওয়াশিংটন সুন্দর। না হলে প্রথম ইনিংসে হেসে খেলে ৪০০-এর গণ্ডিও পার করে দিতে পারত কিউয়ি ব্রিগেড। প্রথম ইনিংসে পুনের পিচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ। ওপেনার যশস্বী জয়সওয়াল ৩০ রান করলেন। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা খাতাই খুলতে পারলেন না। টিম সাউদির ডেলিভারিতে ফিরতে হল তাঁকে। এই টেস্টে সুযোগ পাওয়া শুভমান গিলও ৩০ রান করেই ফিরলেন। চেনা জায়গায় ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ বিরাট কোহলি। ১ রান করলেন তিনি। গত ম্যাচের দুই নায়ক ঋষভ পন্থ ও সরফরাজ খান ১৮ ও ১১ রানে ফেরেন।
শেষ দিকে চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা। ৩৮ রানের ইনিংস আসে তাঁর ব্যাটে। তিনি ফিরতেই পরপর উইকেট হারায় ভারত। সাত উইকেট নেওয়ার পরেও ১৮ রান করে অপরাজিত থাকলেন ওয়াশিংটন সুন্দর।