দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এল নিউজিল্যান্ড। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ড এক লাফে এক নম্বরে ওঠার ফলে দুইয়ে নামল অস্ট্রেলিয়া। তিন নম্বরে আছে ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট হেরে অনেকটাই নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। ভাইজ্যাগ টেস্ট জিতে ফের প্রথম তিনে উঠে আসেন রোহিত শর্মারা। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৫১১ রান। ২৪০ রান করেন রাচিন রবীন্দ্র। ১৬২ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে তোলে ১৬২ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৪৭ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
এই মুহূর্তে ৬৬.৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। ৫৫.০০ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। ভারতের সংগ্রহ ৫২.৭৭ পয়েন্ট। চার নম্বরেই আছে বাংলাদেশ।