India vs New Zealand: চিন্নাস্বামীতে ৮ উইকেটে হার রোহিত ব্রিগেডের, এর আগে ঘরের মাঠে কবে হারে টিম ইন্ডিয়া

Updated : Oct 20, 2024 18:14
|
Editorji News Desk

"ভারতকে ঘরের মাঠে হারানো এককথায় অসম্ভব।" ২০২৩ সালে দিল্লিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এরপর এমনই মন্তব্য করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত ব্রিগেড। কিন্তু চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সর্বনিম্ন টোটাল। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় টিম। লজ্জার নজির তৈরি করে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা কামব্যাক করলেও সেই লড়াই পর্যাপ্ত ছিল না। চিন্নাস্বামীতে পঞ্চম দিন ১০৭ রানের লক্ষ্যমাত্রা সহজেই তুলে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় কিউয়ি ব্রিগেডের। 

প্রথম ইনিংসে ভারতকে ৪৬ রানে অলআউট করে স্কোরবোর্ডে ৪০২ রান তোলে নিউজিল্যান্ড। ৩৫৬ রানে পিছিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ৩৫ রানে আউট হয়ে ফেরেন ওপেনার যশস্বী জয়সওয়াল। কঠিন পরিস্থিতিতে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু রোহিতকে ৫২ রানে ফিরিয়ে ফের চাপ তৈরি করে কিউয়ি বোলাররা। কিন্তু খেলা ধরে নেন বিরাট কোহলি ও সরফরাজ খান। তৃতীয় দিন ইনিংসের শেষ বলে ৭০ রানে আউট হয়ে ফেরেন বিরাট কোহলি। চতুর্থ দিন পায়ে ব্যথা উপেক্ষা করে মাঠে নামেন ঋষভ পন্থ।  ১৫০ রান করে টিম সাউদির ডেলিভারিতে ফেরেন সরফরাজ খান। ৯৯ রানে ঋষভ পন্থকে ফেরান ও-রাউর্ক। দ্বিতীয় ইনিংসেও বড় রান তুলতে পারেননি কে এল রাহুল। ৪৬২ রানে অলআউট হয়ে যায় ভারত। নিউজিল্য়ান্ডকে মাত্র ১০৭ রানের টার্গেট দেন রোহিতরা। দুই কিউয়ি ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়েকে ফেরান জসপ্রীত বুমরা। কিন্তু উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র লাঞ্চের আগেই প্রয়োজনীয় রান তুলে নেন।

ঘরের মাঠে শেষ কবে হেরেছিল টিম ইন্ডিয়া! ম্যাচ হারলেও দেশের উইকেটে গত এক দশকে টেস্ট সিরিজ হারেনি ভারত। পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে ঘরের মাঠে সিরিজে হারতে হয়েছিল। সেবার ভারতে এসেছিল ইংল্যান্ড। চার টেস্টের সিরিজে প্রথম টেস্টে  ৯ উইকেটে জেতে ভারত। ওয়াংখেড়ে ও ইডেন গার্ডেন্সে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। নাগপুর টেস্ট ড্র হয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার হারতে হয় ভারতকে। গত ১০-১২ বছর বিদেশের মাটিতে টেস্ট হারলেও ঘরের মাঠে টেস্ট ম্যাচে হারের রেকর্ড অনেক কম। 

২০১৬-১৭- বর্ডার গাভাসকর ট্রফি। পুনেতে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজ জিতেছিল ভারত। ২০২১ সাল। ঘরের মাঠ চেন্নাইয়ে ভারত হারে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেবারও কিন্তু সিরিজ জেতে টিম ইন্ডিয়াই। গত বছর বর্ডার-গাভাসকর ট্রফিতে ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় ভারতকে। চলতি বছর জানুয়ারিতে ইংল্যান্ড সিরিজে হায়দরাবাদে ২৮ রানে হারে রোহিত ব্রিগেড। কিন্তু পাঁচ টেস্টের সিরিজে বাকি চারটি ম্যাচেই জয়ী হয় ভারত। এবারও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলিতে কামব্যাক করবে টিম ইন্ডিয়া। এমনই আশা ক্রিকেটপ্রেমীদের।

New Zealand

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও