বেজে গিয়েছে আইপিএল-এর (IPL) দামামা। টুর্নামেন্টের নতুন দল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) প্রকাশ্যে আনল তাদের লোগো। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নতুন লোগো প্রকাশ্যে এনেছে লখনউ টিম ম্যানেজমেন্ট।
আইপিএল-এর নতুন দলটির তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই লোগো পৌরাণিক পাখি গরুড়ের আদলে তৈরি। গরুড় পাখির দু’টি ডানায় রয়েছে ভারতের জাতীয় পতাকার (Indian National Flag) তিনটি রং। গরুড় পাখির শরীরের জায়গায় রয়েছে একটি ক্রিকেট ব্যাট এবং তার মাঝে রয়েছে একটি বল।
আরও পড়ুন: Eden Gardens: ইডেনে আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচে ফিরছে দর্শক, মমতাকে ধন্যবাদ জানালেন সিএবি কর্তা
টিম লখনউ জানিয়েছে, কেবল লখনউ নয়, তাদের দল গোটা ভারতের জন্য। গোটা ভারতকে ঐক্যবদ্ধ করবে লখনউ সুপার জায়ান্টস। এই লোগোর মাধ্যমে তৈরি হবে ইতিবাচক শক্তি।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলে লিগের ম্যাচ হতে পারে মহারাষ্ট্রের তিন স্টেডিয়ামেই, প্লে-অফ পেতে পারে গুজরাট
আইপিএলে যুদ্ধ শুরুর আগেই পুরানের পাখির লোগো সামনে এনে নজর কাড়ল লখনউ।