রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হারিয়েছে ভারত। আর এই ম্যাচ জয়ের পর পাকিস্তান টিমকে খোঁচা সচিন তেন্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারের দাবি, "নতুন মহাদেশ। একই ফলাফল।"
রবিবার ম্যাচের এক্স প্ল্যাটফর্মে সচিন লেখেন, "T20 ক্রিকেট বলা হয়, ব্যাটারদের খেলা। কিন্তু নিউ ইয়র্কে বোলারদের আধিপত্যে চোখ জুড়িয়ে গেল। রোমহর্ষক ম্যাচ। দারুণ পরিবেশ। আমেরিকায় ম্যাচের দারুণ আবহ ছিল। দারুণ খেলছে টিম ইন্ডিয়া।"
পাকিস্তানকে হারানোর পর এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন বোর্ড সচিব জয় শাহ। তিনি লেখেন, "আরও একটি জয়। আর এই জয়ে যেন আরও অনেক বেশি কিছু ছিল।" ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন ইরফান পাঠান, বীরেন্দ্র সেহওয়াগ, সুরেশ রায়নারাও।