IPL Advertisement Policy 2022: আইপিএলের দর্শকসংখ্যা কমেছে টিভিতে, বদল আসছে বিজ্ঞাপনের নীতিতেও

Updated : May 10, 2022 06:05
|
Editorji News Desk

কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ার পরে পাব, রেস্তোরাঁ, বা ক্লাবে অনেকে এক সঙ্গে খেলা দেখা। বিভিন্ন বোর্ডের পরীক্ষা থাকায় একটা বড় অংশের দর্শক খেলা দেখতে না পারা। মুম্বই ও চেন্নাই ছাড়া বাকি দলগুলি এখনও সমর্থক গোষ্ঠী তৈরি করতে না পারা। এবং সর্বপরি আইপিএল নিয়ে একঘেয়ামি তৈরি হওয়া। বিশেষজ্ঞদের দাবি মূলত এই চার কারণে এই বছর  আইপিএলের(IPL 2022) প্রথম সপ্তাহ থেকেই কমছে টেলিভিশনের দর্শক সংখ্যা। গত বারের থেকে প্রায় ৩৩ শতাংশ কমেছে এ বারের দর্শক। তার প্রভাব পড়ছে বিজ্ঞাপনে। এ বারই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বিসিসিআইয়ের(BCCI)। ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতিযোগিতার নতুন টেলিভিশন স্বত্ব দেওয়া হবে। 

গত বারের তুলনায় এ বার বিজ্ঞাপনের খরচ বাবদ সংস্থাগুলি ১৫ শতাংশ বেশি টাকা দিচ্ছে বিসিসিআইকে(BCCI)। কিন্তু তার পরে টেলিভিশনের দর্শক সংখ্যা কমায় বেশ কয়েকটি সংস্থা বোর্ডের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। সামনের বছর তারা বিজ্ঞাপন দেবে না, এমন কথা অবশ্য এখনই বলছে না সংস্থাগুলি। পরিস্থিতি দেখে তার পরে সিদ্ধান্ত নিতে চাইছে তারা। 

আরও পড়ুন- ATK Mohun Bagan News: সবুজ-মেরুন জার্সিতেই থাকছেন প্রীতম কোটাল, তিন বছরে পাঁচ কোটি টাকার চুক্তিতে সই

অবশ্য দর্শক সংখ্যা কমায় আইপিএলের গভর্নিং কাউন্সিল বা বিসিসিআই চিন্তা করতে নারাজ। আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল(Brijesh Patel) জানিয়েছেন, দর্শক সংখ্যা কমার কোনও প্রভাব টেলিভিশন স্বত্বে পড়বে না। কারণ ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই প্রতিযোগিতার প্রতি উন্মাদনা একইরকম রয়েছে। বোর্ডের(BCCI on IPL 2022) প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধরী জানিয়েছেন, এই তথ্য থেকে পুরো ছবিটা বোঝা যায় না। এখনও অনেক সময় রয়েছে। 

TelevisionAdvertisementIPL 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও