২০২৪ সালের শুরু থেকে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া একাধিক সিরিজ খেলতে নামবে। সঙ্গে রয়েছে T20 বিশ্বকাপও। সেই বিশ্বকাপ যুদ্ধে কি ঋষভ পন্থ ফিরবেন। তার আগে আইপিএলেই দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে নামবেন ঋষভ পন্থ। পন্থকে দেখার জন্য মুখিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তাঁর মতে, কামব্যাকেও বক্স অফিস কাঁপাবেন তারকা উইকেটকিপার।
নাসির হুসেন জানিয়েছেন, একা ম্যাচ বের করার ক্ষমতা রাখেন ঋষভ পন্থ। ঋষভের মতো ম্যাচ জেতানোর ক্ষমতা আর কারও নেই। তাই ব্যক্তিগত ভাবে ঋষভের কামব্যাক দেখার জন্য মুখিয়ে তিনি।
গতবছর ৩০ ডিসেম্বর সকালে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়়েন ঋষভ পন্থ। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। চোখের পলকে ৩৬৫ দিন কেটে গিয়েছে। অনেকটা সুস্থ হয়ে উঠেছেন ঋষভ পন্থ। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবও সেরেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তিনি। গত নভেম্বরে কলকাতায় ক্যাম্পেও এসেছিলেন ঋষভ পন্থ। ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামে দুবাইয়েও দেখা যায় তাঁকে।