নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অদ্ভুত আউট হলেন বাংলাদেশের মুসফিকর রহিম। স্টাম্পের পাশে দাঁড়িয়ে ব্যাট করার সময়, বল হাতে তুলে নিয়ে আউট হলেন মুসফিকর। কাইল জেমিসনের ওভারে ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই আউট হলেন মুসফিকর।
হ্যান্ডলিং দ্য বল হয়ে ক্রিকেটে আউটের নজির ক্রিকেট ইতিহাসে হাতে গোনা। মাহিন্দার অমরনাথ, মহসিন খান, মাইকেল ভনের মতো ক্রিকেটার এই বিরল আউটের শিকার হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে মুসফিকর রহিম ১১ নম্বর প্লেয়ার, যিনি এভাবে আউট হলেন।
ক্রিকেটের নিয়মে আছে, ব্যাটে লাগার পর সেই বল ব্যাটসম্যান হাত দিয়ে ধরলে, তাঁকে আউট দেওয়া হবে। এই নিয়ম অনুযায়ী আউট হওয়া ব্যাটসম্যানের নজির এই সময় নেই বললেই চলে। তেমনই আউট হয়ে অনিচ্ছাকৃত রেকর্ড গড়লেন মুসফিকার।