আইপিএলের শতরানের তালিকায় এবার মুম্বইয়ের ক্যামরন গ্রিন। তাঁর ৪৭ বলে অপরাজিত ১০০ রানের সৌজন্যে আইপিএলে প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখল মুম্বই। ১৬ পয়েন্ট নিয়েও রোহিত শর্মাদের অপেক্ষা বেঙ্গালুরু ম্যাচের দিকেই। হায়দরাবাদেরল দেওয়া টার্গেট তাড়া করতে নেমে আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতল মুম্বই। ১২ বল আগেই ম্যাচ শেষ করল তারা। আটটা চার আর আটটা ছয় মেরে শতরান করেন গ্রিন। রানে ফেরার ইঙ্গিত দিলেন অধিনায়ক রোহিতও। ৫৬ রান করে আউট হন তিনি।
ওয়াংখেড়ের মাঠে ২০০ রান তাড়া করা খুব একটা বড় বিষয় নয়। সেই রান তাড়া করতে নেমে ২০ রানেই প্রথম উইকেট হারায় মুম্বই। এরপর গ্রিনকে নিয়ে জয়ের সবুজ সংকেতের দিকে এগিয়ে যান অধিনায়ক রোহিত। দু জনে মিলে দ্বিতীয় উইকেটে ১২৮ রান যোগ করেন। এই পাটনারশিপ ম্যাচের ভাগ্য বদলে দেয়।
হাতে ১৬ পয়েন্ট নিয়ে বসে রয়েছে মুম্বই। তার কী প্লেঅফ খেলতে পারবে। এখন সবটাই নির্ভর করতে আরসিবি বনাম গুজরাত ম্যাচের দিকেই।