৮ বছর পরে রঞ্জি জয় মুম্বইয়ের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৬৯ রানে বিদর্ভকে হারাল মুম্বই। ঘরোয়া ক্রিকেটে এই নিয়ে ৪২বার রঞ্জি ট্রফি জিতল মুম্বই।
ফাইনালে প্রথম ইনিংসে ২২৪ রান করে মুম্বই। পৃথ্বী শ করেন ৫৮ রান। দলকে টানেন শার্দূল ঠাকুর। ৬৯ বলে ৭৫ করেন তিনি। তাঁর ইনিংসেই ২০০ রানের গণ্ডি পার করে মুম্বই। প্রথম ইনিংসে ১০৫ রানে শেষ হয়ে যায় বিদর্ভের ইনিংস। প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নিয়ে নামে মুম্বই। ৪১৮ রান তোলে। মুম্বইয়ের হয়ে ১৩৬ রান করেন মুশির খান। ৯৫ রান করেন শ্রেয়স আইয়ার। অধিনায়ক অজিঙ্কা রাহানে করেন ৭৩ রান।
জয়ের জন্য বিদর্ভের টার্গেট ছিল ৫৩৮ রান। পাল্টা লড়াই করে বিদর্ভ। অক্ষয় ওয়াদকর সেঞ্চুরি করেন। ৬৫ রান করেন হর্ষ দুবে। বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ৩৬৮ রানে অলআউট হয়।