ইডেনে বাংলার বিরুদ্ধে প্রথম দিনে ৩৩০ রান তুলল মুম্বই। রঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই এবং বাংলা। প্রথম দিনে বাংলা ৬ উইকেট তুললেও বিপক্ষের উপর চাপ তৈরি করতে পারল না। তার দায় অনেকটাই নিতে হবে ঈশান পোড়েলকে।
ইডেনে বাংলার বিরুদ্ধে প্রথম দিনই ৩৩০ রান তুলল মুম্বই। রঞ্জি ট্রফির এই ম্যাচে বাংলা ৬ উইকেট তুললেও মুম্বইয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে চাপ তৈরি করতে পারলেন না।
এদিন শুরু থেকেই রান দিলেন ইশান পোড়েল। একটি ক্যাচও মিস করেন তিনি। বাংলার হয়ে ৩ উইকেট তুলে নেন সূরজ সিন্ধু জয়সওয়াল। একটি করে উইকেট ইশান, অঙ্কিত মিশ্র ও মহম্মদ কাইফের।
মুম্বইয়ের হয়ে এদিন অজিঙ্কা রাহানে খেলেননি। নেতৃত্ব দেন শিবম দুবে। চার উইকেট হারানোর পর শিবম ও সূর্যাংশ ১৪৪ রানের পার্টনারশিপ করেন। তাঁর ৭২ রানের ইনিংসেই কামব্যাক করে মুম্বই। সূর্যাংশ ৭৬ রান করেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন পৃথ্বী শ। তিনি ৩৫ রান করেন।