অধিনায়ক হিসাবে রোহিত নেই। এক ধাক্কায় চার লক্ষ ভক্ত কমে গেল মুম্বই ইন্ডিয়ান্সের সোশাল মিডিয়ার পাতা থেকে। নতুন নেতা হার্দিককে কেন মানতে পারছে না মুম্বই ? এবার এই প্রশ্ন তুলেছে আব্রাহাম ডেভিলিয়ার্সও। এই পরিস্থিতির মধ্যেই দাবি করা হচ্ছে, রোহিত যে মুম্বই থেকে নেতৃত্ব হারাচ্ছেন, তা ঠিক হয়ে গিয়েছিল বিশ্বকাপের মধ্যেই।
এক সর্বভারতীয় দৈনিকের খবর, বিশ্বকাপের মাঝেই গুজরাত থেকে হার্দিককে মুম্বই ফেরাতে রাজি করিয়ে ফেলেছিলেন মুম্বই কর্তারা। ক্যাপ্টেন করার শর্তেই মুম্বই কর্তাদের কতা দিয়েছিলেন হার্দিক। হার্দিকের সম্মতি পেয়েই রোহিতকে তা জানিয়ে দেওয়া হয়।
ওই দৈনিকের খবর, হার্দিকের ক্যামব্যাক সন্তোষ প্রকাশ করেছিলেন রোহিত। জানিয়েছিলেন ক্যাপ্টেনসি ছাড়া নিয়ে তাঁর কোনও অসুবিধা নেই। কারণ, মুম্বই কর্তারা তাঁকে জানিয়েছিলেন, আগামীর দল তৈরিতেই হার্দিককে অধিনায়ক করে ফিরিয়ে আনা হচ্ছে।
২০১৩ সালে রিকি পন্টিংয়ের জায়গায় মুম্বইকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রোহিত। এরমধ্যে পাঁচবার তিনি চ্যাম্পিয়ন অধিনায়ক। এই মরশুমে মাঠে বল পড়ার আগে যা অতীত হয়ে গেল।