WPL ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের বেব্রোর্ন স্টেডিয়ামে ন্যাট স্কিভারের অনবদ্য ইনিংস। ৫৫ বলে ৬০ রান করলেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে এল ৩৭ রানের ঝকঝকে ইনিংস। ৮ বলে ১৪ রান করলেন অ্যামেলিয়া কের। ৩ বল বাকি থাকতেই খেলা শেষ করে ফেলে মুম্বই।
প্রথম টুর্নামেন্টে প্রথম থেকেই ছন্দে ছিল মুম্বই। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন হরমনপ্রীতরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ম্যাগ লেনিং। রাধা ও শিখার নবম উইকেটে ৫২ রানের পার্টনারশিপ না হলে খেলা আগেই শেষ হয়ে যেত। ১৩১ রান তোলে দিল্লি। মুম্বইয়ের হয়ে ৪ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন হায়লি ম্যাথিউজ।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং পার্টনারশিপ ভেঙে গেলেও খেলা ধরে নেন স্কিভার ও অধিনায়ক হরমনপ্রীত। ১৯.৩ ওভারে ১৩৪ রান তুলে প্রথম WPL চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।