২০০৪ সালে মহেন্দ্র সিং ধোনির অভিষেক হয়। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে নেমেছিলেন। সেই সময় বোর্ডের নির্বাচক ছিলেন সাবা করিম। অধিনায়ক সৌরভের কাছে ধোনির কথা বলেছিলেন তিনি। কিন্তু সাবার দাবি, সৌরভের জন্য ধোনির অভিষেক দেরিতে হয়েছিল।
সেই সময় কলকাতায় ছিলেন সাবা করিম। সেই সময় সৌরভও শহরেই ছিলেন। ধোনির কথা বলেছিলেন তিনি সৌরভকে। সৌরভ সেই সময় ধোনির খেলা দেখেননি। সাবা করিমের মতে, তাই পাকিস্তানে নিয়ে যাওয়া হয়নি ধোনিকে। সেই বছরের শেষে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় ধোনিকে।