২৩ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয় চেন্নাই সুপার কিংস ও রানার্স গুজরাত টাইটান্স। দুমাসেরও বেশি সময় বাকি। এখন থেকেই ট্রেনিং শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। সিএসকের জার্সিতে তাঁর ট্রেনিংয়ের ভিডিয়ো দেখেই উন্মাদনা নেটিজেনদের।
কালো হাতকাটা টি শার্ট, নীল হেলমেট মাথায়। হলুদ প্যাড পরে ব্যাট করছেন মাহি। ধোনির অনুশীলনের ভিডিয়ো দেখে ভক্তরা নিশ্চিত, এবারও সিএসকে টিমকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি। আইপিএলে দেখা যাবে ধোনি ধামাকা।
আরও পড়ুন: চোট এখনও সারেনি, ভারত সফরে খেলবেন না রশিদ খান, বড় ধাক্কা আফগান শিবিরে