রবিবার ধর্মশালায় গোল্ডেন ডাক হয়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। পঞ্জাব কিংসের বোলার হর্ষল প্যাটেলের ডেলিভারিতে প্রথম বলেই ফিরলেন মাহি। এদিন গোল্ডেন ডাক হয়ে ফিরেছেন শিবম দুবেও। রাহুল চাহারের ডেলিভারিতে আউট হন তিনি।
এই মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। দুবারই পঞ্জাব কিংস ম্যাচেই আউট হয়ে ফিরলেন মাহি। এদিন ১৯তম ওভারে হর্ষল প্যাটেলের অফ কাটার সামলাতে পারেননি। ধোনির আউট হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার আইপিএলে ধোনির ব্যাটে শেষ ওভারে বড় রান এসেছে। তাঁর স্ট্রাইক রেটও ছিল ২০০-এর উপরে। রবিবার আচমকা প্রথম বলে আউট হয়ে ফেরায় হতাশ সমর্থকরা।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কুরান। আর্শদীপ সিংয়ের ডেলিভারিতে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় চেন্নাই। রুতুরাজ ও ড্যারিল মিচেলের পার্টনারশিপে স্কোরবোর্ডে রান ওঠে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেদা। ২৬ বলে ৪৩ রান আসে তাঁর ব্যাটে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে চেন্নাই।