ভারতীয় ক্রিকেট দুনিয়ার অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোইং দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে তাঁর ছোট্ট মেয়ে জিভার অনুরাগীদের সংখ্যাও। আট বছর বয়সী পুচকে জিভা কোন স্কুলে পড়ে জানেন? খরচই বা কত?
ঝাড়খণ্ডের সেরা বোর্ডিং স্কুল তরিয়ান ওয়ার্ল্ডে তৃতীয় শ্রেনীতে পড়ে জিভা। এটি একটি আন্তর্জাতিক মানের স্কুল। ৬৫ একর বিস্তৃত এই স্কুলে আন্তর্জাতিক শিক্ষকরা এসে পড়ান। মুম্বইয়ের বাসিন্দা পঁয়ত্রিশ বছর বয়সী অমিত বাজলা এই স্কুলের চেয়ারম্যান।
আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপে কোহলিকে জোর করা হবে না, ভাবা হচ্ছে অন্য এক তরুণ ক্রিকেটারকে
এটি কো-এড স্কুল এবং এই স্কুলে বোর্ডিং-এর সুবিধাও রয়েছে। লোয়ারকেজি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এখানে পড়ানোর জন্য বার্ষিক খরচ হয় ৪ লক্ষ ৪০ হাজার টাকা। নবম থেকে দ্বাদশ শ্রেণির খরচ পড়ে ৪ লক্ষ ৮০ হাজার টাকা।