২ বছর আগের আইপিএলে গ্যালারি থেকে বান্ধবীকে প্রোপোজ করেছিলেন। সেই ঘটনার নেপথ্যে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এতদিন পর ফাঁস করলেন দীপক চাহার।
শনিবার চেন্নাই সুপার কিংস টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিয়োতে দীপক চাহারের পাশে তাঁর স্ত্রীকে দেখা যায়। আর সামনে দাঁড়িয়ে ক্যাপ্টেন কুল। ফাইনালের আগে চাহারের ২ বছর আগের স্মৃতি রোমান্থন করলেন ভক্তরা।
মাহির পরামর্শেই তিনি গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। একটি টেলিভিশন শো-তে চাহার বলেন, মাহিই তাঁকে বলেছিলেন, আইপিএল কোয়ালিফায়ারের আগেই প্রস্তাবের কাজটি সেরে ফেলতে। না হলে সেমিফাইনাল বা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মনোসংযোগের ব্যাখাত ঘটতে পারে। এদিন চেন্নাই সুপার কিংসের এই ভিডিয়ো প্রকাশের পর চাহারের সেই প্রপোজ করার ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়়ে।