যুবভারতী স্টেডিয়ামে ঘরের মাঠে নামার কথা ছিল মোহনবাগানের। আগামী ১৪ এপ্রিল প্রতিপক্ষ ছিল মুম্বই সিটি এফসি। কিন্তু একদিন পিছিয়ে গেল সেই ম্যাচ। আইএসএল সূত্রে জানা গিয়েছে, ১৫ এপ্রিল ওই ম্যাচ হবে। তবে কিক অফের সময় অপরিবর্তিত থাকছে। সন্ধে সাড়ে সাতটা থেকেই শুরু হবে ওই খেলা।
সোমবার বিকেলে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়। ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে নামবে কলকাতা নাইটা রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। ক্রিকেট ও ফুটবলের সূচি একই দিনে পড়েছিল। অবশেষে মোহনবাগান ক্লাব ও আইএসএলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কলকাতা-লখনউর ম্যাচের পরের দিনই যুবভারতীতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান।
এর আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন ডার্বি ম্যাচ ছিল। সেবার নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ।