ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। তার আগে ছুটির মেসেজে ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সিরাজ। হায়দরাবাদের তারকা পেসারকে দেখা গেল মেহফিলে। আর তাঁকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাঁকে দেখে টাকার বৃষ্টিও ছিল চোখে পড়ার মতো।
মহম্মদ সিরাজের বাড়ি হায়দরাবাদে। সেখানেই একটি কাওয়ালি অনুষ্ঠানে গিয়েছিলেন সিরাজ। আর তাঁকে দেখে উন্মাদনায় ফেটে পড়েন ভারতের ক্রিকেটপ্রেমীরা। শুরু হয় টাকার বৃষ্টি।
আরও পড়ুন - T-20 বিশ্বকাপে কি শামি খেলবেন ? জানতে চান জাতীয় নির্বাচকরা
এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছেন সিরাজের। ঘরের মাঠেও তাঁর পারফরম্যান্স ছিল দারুন। আর এই ধারাবাহিকতার কারণেই তাকে নিয়ে তৈরি হয়েছিল বাড়তি উন্মাদনা। তবে, তাঁকে দেখে যা টাকার বৃষ্টি হবে তা বোধহয় সিরাজ নিজেও কল্পনা করতে পারেননি।