সম্প্রতি শেষ হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ। ওই ম্যাচে জসপ্রীত বুমরা এমন একটি কাজ করেছেন যা দেখে সবাই উল্লসিত। ম্যাচের পর মঞ্চে ডাকা হয় মহম্মদ সিরাজকে। তাঁর ভাষা অনুবাদ করার জন্য সঙ্গে আসেন বুমরা। সিরাজ তাঁর বক্তব্যে বুমরারই প্রশংসা করেন। অনুবাদের সময়, তাঁর বক্তব্যের সঙ্গে একটি বাড়তি 'অবশ্যই' জুড়ে দেন বুমরা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
এদিকে বুমরা যখন ট্রান্সলেট করার জন্য মঞ্চে আসেন তখন ফের ইংরেজিতে কথা বলা শুরু করে দেন মহম্মদ সিরাজ। এই পুরো বিষয়টি দর্শকদের অনেকেই মজার ছলেই নিয়েছেন। সিরাজের কর্মকাণ্ড দেখে মঞ্চের সঞ্চালিকাও হেসে ওঠেন।