কঠিন লড়াই লড়েও বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। টান টান উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে সকলের চোখ যেন একটা মানুষের দিকে। তাঁর নাম মহম্মদ সামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। অনেকের আশা ছিল, বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাজিক দেখাবেন শামি। কিন্তু হতাশ হয়েছেন তাঁর ভক্তরা।
বিশ্বকাপের ফাইনালের হেরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মহম্মদ শামি। তিনি সেখানে লেখেন, "কিছু জেতা, কিছু হারা। এই যন্ত্রণা সহ্য করা বেশ কঠিন।"
ম্যাচের শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে অনেকেই ভেবেছিলেন ওই সিদ্ধান্ত ভুল। যদিও ম্যাচ গড়াতেই ওই সিদ্ধান্তই যে সঠিক তা বুঝে যান সকলেই।