গোড়ালির চোট তাঁকে ছিটকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফর থেকে। সেই চোটই এবার তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেও মাঠের বাইরে করে দিল। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলতে পারবেন না মহম্মদ শামি।
বোর্ড জানিয়েছে, পাঁচ টেস্টের সিরিজে শামির নাম থাকলেও, চিকিৎসকরা এখনও তাঁকে ফিট বলে ঘোষণা করেননি। শামিকে ফিট হতে হলে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে ফিটনেশ পরীক্ষা দিতে হবে। কারণ, এখনও তিনি নেটে বল করার অবস্থায় নেই।
২৫ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ঘরের মাঠে দুই পেসারই নিয়েই হয়তো মাঠে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাকিটা দায়িত্ব থাকবে স্পিনারদের উপরে।