পায়ে অস্ত্রোপচার হল মহম্মদ শামির। ২০২৩ বিশ্বকাপে দুরন্ত খেলেছিলেন। তারপর থেকে এখনও মাঠে ফিরতে পারেননি। কয়েকদিন আগে জানানো হয়েছিল, এবার আইপিএলেও খেলতে পারবেন না ভারতীয় পেসার। এবার হাসপাতালের বেডে শুয়ে নিজেই ছবি শেয়ার করলেন শামি।
পোস্টে শামি লেখেন, তাঁর গোড়ালির অস্ত্রোপচার ভালভাবেই হয়েছে। এখান থেকে ফিরতে আসতে কিছুটা সময় লাগতে পারে। যত দ্রুত সম্ভব উঠে দাঁড়ানোর চেষ্টা করছি।"
আরও পড়ুন: নন্দকুমারের গোলে আইএসএলে জয়ে ফিরল ইস্টবেঙ্গল
২০২৩ বিশ্বকাপে মহম্মদ শামির পারফরম্য়ান্স মাইলস্টোন তৈরি করেছে। সাত ম্যাচে ২৪টি উইকেট তুলে নেন শামি। তবে ফাইনালে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যায়। এবার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। T20 বিশ্বকাপও খেলার সম্ভাবনা নেই মহম্মদ শামির।