অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার পর ইনিংস ব্রেকেই হর্ষ ভোগলেকে হাসতে হাসতেই জবাব দেন মহম্মদ শামি(Mohammad Shami)। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেও শামির সেন্স অফ হিউমর মন জয় করে নিয়েছে।
ম্য়াচের পর এক সাংবাদিক শামিকে রোটেশন পদ্ধতি (Rotation Process) নিয়ে প্রশ্ন করেন। শামি জানান, ওই প্রশ্নের বাইরের প্রশ্নটা তিনি ভালোই বুঝতে পেরেছেন। রোটেশন পদ্ধতি নিয়ে শামি জানিয়ে দেন, ভাল খেললেও দলের বাইরে থাকতে হয়। দলের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। শামি জানান, যখন টিম তৈরি করা হয়, এই টিম পরিবর্তন করেন কোচ।
আরও পড়ুন: আগামী বছরই T20 বিশ্বকাপ, ভেন্যু ঘোষণা করল ICC
শুক্রবার ম্যাচের পর শামিকে প্রশ্ন করেন, তিনি কি উষ্ণতা অনুভব করছেন! শামি হেসেই জানান, তাঁরা তো এসি ঘরে বসে থাকেন। ক্রিকেটাররা মাঠে ছিলেন। এই প্রশ্নের উত্তরে থতমত খেয়ে যান ধারাভাষ্যকার হর্ষ ভোগলে।