দীর্ঘ আট মাসের লড়াই। অবশেষে গোড়ালির চোট সারিয়ে বাইশ গজে ফিরলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। তিনি ইতিমধ্যেই একটি ছবি পোস্ট করে এই কথা জানিয়েছেন সকলকে।
শামির পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোচের কড়া নজরদারিতে নেটে বল প্র্যাকটিস করছেন শামি। কিন্তু চোটের কারণে তাঁকে ওই ভিডিয়োতে দৌড়তে দেখা যায়নি।
তবে, অনুশীলনের সময় এখনও শামি পুরোপুরি কোমর নোয়াতে পারছেন না। এছাড়াও ম্যাচে বল করার সময় তিনি যতটা ঝুঁকে বল করেন, অনুশীলনের সময়ও সেটা করতে দেখা যাচ্ছে না। এমনকি রান-আপ অনেকটা কমিয়েও বল করছেন।
গোড়ালির চোট নিয়েই ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। ব্যথা কমানোর ইনজেকশন নিয়েই মাঠে নেমেছিলেন বাংলার এই জোরে বোলার। সাতটি ম্যাচে মোট ২৪টি উইকেট নিয়েছেন তিনি।
কিন্তু বিশ্বকাপের পর তিনি চোটের কারণে আর মাঠে নামতে পারেননি। ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল ২০২৪ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ একাধিক সিরিজে মাঠেই নামতে পারেননি তিনি। এমনকি চলতি আইপিএলও খেলেননি তিনি।
শামির জায়গায় ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন বাংলার দুই পেসার মুকেশ কুমার এবং আকাশ দীপকে সুযোগ দিয়েছে ভারতীয় দল। আগামী ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
এরপর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দু'টি টেস্ট খেলার কথা ভারতের। জল্পনা এই দুটি সিরিজের কোনও ম্যাচেই দেখা যাবে না মহম্মদ শামিকে। বরং শামিকে দেশের জার্সিতে দেখার জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।