স্পিডস্টার মহম্মদ শামির অস্ট্রেলিয়া যাওয়া সম্ভবত হবে না। কেন হবে না? সেই ব্যাখ্যায় সম্প্রতি বেঙ্গালুরুতে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, শামির চোট এখনও সেই জায়গায় আসেনি, যা নিয়ে ভারতীয় এই বোলার অস্ট্রেলিয়া যেতে পারেন। এবং বুমরার পার্টনার হিসেবে পার্থ টেস্টে মাঠে নামতে পারেন।
তাহলে ভারতীয় ক্রিকেটে মহম্মদ শামির ভবিষ্যৎ কী? এই প্রশ্নে রোহিতের উত্তর ছিল, অপেক্ষা করতে হবে। কারণ তাঁরাও শামির অপেক্ষাতেই রয়েছেন। রোহিতের এই কথাগুলোই কি তাতিয়ে দিল মহম্মদ শামিকে? তাই কি রবিবার বেঙ্গালুরুতে বল হাতে পাওয়া গেল বাংলার এই পেসারকে? জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বর্তমানে রিহ্যাব করছেন শামি। সেখানেই তাঁকে এবার ফুল স্ট্রেচ বল হাতে দেখা গেল।
বল করছেন শামি। ব্যাট করছেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। এই ভিডিয়োই এখন ছড়িয়েছে নেটপাড়ায়। যেখানে দেখা গিয়েছে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলকেও। এই ভিডিয়ো দেখে অনেকেই আবার প্রবল উৎসাহ প্রকাশ করেছেন। কেউ কেউ দাবি করেছেন প্রাথমিক ভাবে যা দেখা যাচ্ছে তাতে ডাউন আন্ডারে কড়া নাড়তে পারেন মহম্মদ শামি। নেটজেনদের এই খোয়াবে কার্যত জল ঢেলেছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর দাবি, শেপে আসছেন শামি। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তৈরি হচ্ছেন ভারতের এই সিনিয়ার ক্রিকেটার। কিন্তু ম্যাচ ফিট হতে এই স্পিডস্টারের আরও কিছুটা সময় লাগবে।
গত বছরের ১৯ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। এরপর একের পর এক সিরিজ গিয়েছে, কিন্তু শামি ছিটকে গিয়েছেন। বলা ভাল, চোট তাঁকে বাইশ গজ থেকে দূরে ঠেলে দিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, ক্যারিবিয়ান মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের অন্যতম অস্ত্র হিসেবে দেখা যাবে ভারতের এই বোলারকে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। বিদেশ থেকে অস্ত্রোপচার করে দেশে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন শামি। রবিবার দুপুর ২.৩০ নাগাদ শামি অনুশীলন শুরু করেন।
প্রথমে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল শামির সঙ্গে কিছু কথা বলেন। তিনি শামির অনুশীলনে কড়া নজর রাখছিলেন। শামি প্রথমে কয়েকটি ওয়ার্ম-আপ ডেলিভারি করেন। এর পর পুরো রান-আপ নিয়ে বল করা শুরু করেন। ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, শামির বাঁ পায়ের হাঁটুতে মোটা করে স্ট্রাপ বাঁধা। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে চেনা ছন্দে ছিলেন না শামি। তবে, পরিচিত গতি না থাকলেও রান আপে তাঁকে বেশ স্বছন্দই দেখাচ্ছিল। বিকেল ৩.৫০ নাগাদ শেষ হয় শামির অনুশীলন।
তবে, ম্যাচের শেষ দিনে নয়। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনেও মাঠে নেমেছিলেন মহম্মদ শামি। অনুশীলন পিচে বল করেছিলেন বাংলার এই জোরে বোলার। প্রায় ৪৫ মিনিট মতো হাত ঘুরিয়ে প্র্যাকটিস সেরেছিলেন মহম্মদ শামি। শর্ট এবং লং দুই রকম রান আপেই বল করেছিলেন তিনি।