মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং। একাই তুলে নিলেন ৫ উইকেট। চতুর্থ দিনে ড্রিঙ্কসের পরই ওয়েস্ট ইন্ডিজকে ২৫৫ রানে অলআউট করে দিল ভারত। ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করলেন রোহিত শর্মা। ৪৪ বলে ৫৭ রান করে ফিরেছেন তিনি। ১২ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের রান ৯৮।
এদিন টেস্ট কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন সিরাজ। জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্র্যাব্রিয়েল, জোশুয়া ডি সিলভার উইকেট তুলে নেন তিনি। নিজের অভিষেক টেস্টে উইকেট পান বাংলা টিমের সদস্য মুকেশ কুমারও।
তৃতীয় দিনের শেষে ২২৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ২৫৫ রানেই শেষ তাঁদের ইনিংস। তৃতীয় দিন দারুণ ফিল্ডিং করেন অজিঙ্কা রাহানে। তাঁর ক্যাচ নিয়ে এখনও আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।