এশিয়া কাপের ফাইনালে ছয় উইকেট নেওয়ার ইনাম। একদিনের ক্রিকেটে এক নম্বর বোলার মহম্মদ সিরাজ। বুধবার আইসিসি তাদের নতুন তালিকা প্রকাশ করেছে। তাতে নয় নম্বর থেকে একলাফে এক নম্বরে ভারতীয় এই ক্রিকেটার। সিরাজের ধাক্কায় দু নম্বরে নেমে গিয়েছেন অজি পেসার জস হ্যাজেলউড।
গত রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রানে ৬ উইকেট নেন হায়দরাবাদের পেসার। প্রথম ভারতীয় হিসাবে এক ওভারে চার উইকেট নেওয়ার নজির তৈরি করেন। তার পুরস্কার হিসাবে সিরাজের পয়েন্ট ৬৯৪ পয়েন্ট। প্রথম পাঁচে রয়েছেন দুই আফগান স্পিনার মুজিব এবং রশিদ।
শুধু ম্যাচের সেরা হওয়া নয়। রবিবারের প্রেমাদাসায় মন জিতেছিলেন সিরাজ। হায়দরাবাদের অটো চালকের ছেলে ওইদিন নিজের ম্যাচের সেরা হওয়া সব টাকা তুলে দিয়েছিলেন মাঠকর্মীদের হাতে। সিরাজ জানিয়েছিলেন, মাঠকর্মী ছিলেন বলেই এশিয়া কাপের সব ম্যাচ হতে পেরেছিল।