বিশ্বকাপে অনবদ্য ফর্মে থাকলেও সেই সময় থেকেই নিজের চোট নিয়ে ভুগছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টো টেস্টে রাখা হয়নি শামিকে। এবার সামনে এল আরও খারাপ খবর। শুধু টেস্ট সিরিজ নয় চোটের কারণে আইপিএলেও এক প্রকার অনিশ্চিত মহম্মদ শামি।
বর্তমানে চোটের কারণে রিহ্যাবে রয়েছেন শামি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এনসিএ স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান নীতীন প্যাটেলের সঙ্গে লন্ডনে যাবেন শামি। সেখানেই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন তিনি। শামির পাশাপাশি কিপার ব্যাটার ঋষভ পন্থকেও বিসিসিআই লন্ডনে পাঠাতে পারে বলে খবর।
আরও পড়ুন - অবসর নিয়ে কী ভাবনা, কোয়ার্টার ফাইনালে উঠে জানালেন জোকোভিচ