বাঁ পায়ের গোড়ালিতে চোট। আইপিএল থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে চলে গিয়েছেন। শামিকে না পাওয়ায় বড় ধাক্কা খেল গুজরাত টাইটান্স। বোর্ডের এক সূত্র, সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ইংল্যান্ডে অস্ত্রোপচার হবে মহম্মদ শামির।
বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের জার্সিতে নেমেছিলেন মহম্মদ শামি। গোটা টুর্নামেন্টে দুর্ধর্ষ পারফরম্যান্স করেন তিনি। আইপিএলে নামার জন্য মরিয়া ছিলেন শামি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জানুয়ারি মাসে লন্ডনে চিকিৎসা হয়। আশা করা হয়েছিল, মাঠে ফিরবেন। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া সম্ভব নয়।
আরও পড়ুন: পথ কঠিন হলেও সুযোগ রয়েছে, অলিম্পিক্সে খেলতে পারেন বাংলার ঐহিকারা