বধূ নির্যাতনের মামলা। মঙ্গলবার আদালতে সশরীরে হাজিরা দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ছিলেন শামির দাদা মহম্মদ হাসিমও। দুজনেই জামিনের আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করে দুজনকেই জামিন দেন।
শামির আইনজীবী সেলিম রহমান (Salim Rehman) জানিয়েছেন, দুজনেই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। গত ২৩ অগাস্ট আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক নির্দেশ দেন, শামির প্রাক্তন স্ত্রী হাসিনের (Hasin Jahan) অভিযোগের প্রেক্ষিতে শামিকে তলব করার পিছনে কোনও কারণ খুঁজে পাননি তিনি। তবে পরবর্তী প্রক্রিয়ার জন্য তাঁকে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে। জামিনের আবেদন করতে পারবে। সেই নির্দেশ অনুযায়ী হাজিরা দেন শামি।
আরও পড়ুন: হরিদেবপুরে গায়ে আগুন লাগিয়ে প্রেমিকের বাড়িতে প্রবেশ, মঙ্গলবার মৃত্যু ওই মহিলার