হার্দিক পান্ডিয়ার পর মহম্মদ শামি! ১৯ ডিসেম্বর নিলামের আগেই তাঁকে কিনে নিতে পারে একটি ফ্র্যাঞ্চাইজি। সূত্রের খবর, আগ্রহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এমনই অভিযোগ করেছেন গুজরাত টাইটান্সের সিইও অরবিন্দর সিং।
হার্দিককে ধরে রাখার পরেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১৫ কোটি টাকায় বিক্রি করেছে গুজরাত। একটি সাক্ষাৎকার অরবিন্দর অভিযোগ করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম না মেনে শামির দিকে হাত বাড়িয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি। তবে শামিকে ধরে রাখতে মরিয়া গুজরাত কর্তৃপক্ষও। কোন ফ্র্যাঞ্চাইজি এই কাজ করেছে, তা যদিও জানাতে চায়নি গুজরাত কর্তৃপক্ষ।
অরবিন্দর জানিয়েছেন, "একটি ফ্র্যাঞ্চাইজি সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মেনে নেওয়া যায় না। খেলোয়াড় কেনা বা বিক্রি করা নিয়ে ভারতীয় বোর্ডের নির্দিষ্ট নিয়ম আছে। সেটা সবার মেনে চলা উচিত। এই ধরনের ঘটনায় বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছি। বোর্ড কর্তারা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলুন। নিয়মের বাইরের গিয়ে ক্রিকেটারকে কেনা যাবে কিনা, তাঁরা ঠিক করে দিন।"