দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট তুলে নিলেন মহম্মদ শামি (Mohammad Shami)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ৩১ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি।
কেরিয়ারের ৮০তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছিলেন। ১৫০তম উইকেট নিয়ে অজিত আগরকরের রেকর্ড ভেঙে দিলেন তিনি। জাহির খানের রেকর্ডও ভাঙলেন তিনি। ৯৭ ম্যাচ খেলে ১০৫ উইকেট নিয়েছিলেন আগরকর। ১০৩তম ম্যাচে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন জাহির খান।
আরও পড়ুন: বুমরার পর বিধ্বংসী অধিনায়ক রোহিতও, ১০ উইকেটে প্রথম ওয়ানডে ম্যাচে জয় ভারতের
আফগানিস্তানের বোলার রশিদ খানের রেকর্ড স্পর্শ করলেন মহম্মদ শামি। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় দ্রুততম ১৫০ উইকেট তুলে নেওয়ার মালিক হলেন শামি। এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৭৭ ম্যাচে তিনি ১৫০ উইকেট তোলেন। ৭৮ ম্যাচে ১৫০ উইকেট পান শাকলিন মুস্তাক।