পাথুম নিসঙ্কের নজির তৈরির দিনই আরও এক বিশ্বরেকর্ড শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। ষষ্ঠ উইকেটে ২৪২ রানের পার্টনারশিপ গড়লেন মহম্মদ নবি ও আজমতুল্লাহ ওমরজাই। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ রান।
২৪ বছর আগে ওয়ানডে ক্রিকেটে এমনই এক রেকর্ড তৈরি হয়েছিল। যা এতদিন কেউ ভাঙতে পারেননি। ২০০০ সালে হার্শেল গিবস ও গ্যারি কার্স্টেন ভারতের বিরুদ্ধে ২৩৫ রানের পার্টনারশিপ গড়েন। সেই রেকর্ডকেই ভাঙলেন নবি ও ওমরজাই। এই তালিকায় তিন নম্বরে রয়েছে ১৯৯৮ সালে ইজাজ আহমেদ ও সইদ আনোয়ারের ২৩০ রানের পার্টনারশিপ।
মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যায় পাকিস্তান। এই পরিস্থিতি থেকে খেলা ধরেন নবি ও ওমরজাই। ১৩০ বলে ১৩৬ রান করে নবি। ১৪৯ রান করেন ওমরজাই। তবুও শেষরক্ষা হয়নি। ৪২ রানে হারে আফগানিস্তান। এই ম্যাচেই শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন পাথুম নিসঙ্ক।