অবসর ভেঙে ফের ২২ গজে ফিরতে চান মিতালি রাজ (Mithali Raj)। আগামী বছর থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল (IPL)। সেই টুর্নামেন্টে খেলতে চান মিতালি।
আইসিসি-র একটি সাক্ষাৎকারে মিতালি জানিয়েছেন, অবসর জীবন খুবই মন্থর। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইসা গুহের কাছে সাক্ষাৎকার দেন মিতালি। সেখানে তিনি বলেন, "আমার খেলার সম্ভাবনা আছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। মহিলাদের আইপিএলের আগে এখনও কয়েকমাস সময় আছে। টুর্নামেন্টের প্রথম বছর খেলতে পারলে ভাল লাগবে।"
২৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন মিতালি। সদ্য অবসর গ্রহণ করেছেন তিনি। সেই কথাই উঠে এসেছে সেই সাক্ষাৎকারে। মিতালি বলেন, "অবসরের পর আমার জীবন কিছুটা মন্থর হয়ে গিয়েছে। সারাদিনের পরিকল্পনা করতে হয় না। আগামী সপ্তাহ বা সিরিজের কথা নিয়েও ভাবতে হয় না। অবসর নেওয়ার পরই কোভিড হয়েছিল। সুস্থ হওয়ার পর সিনেমার প্রচারে ব্যস্ত ছিলাম।"
আরও পড়ুন: কমনওয়েলথ গেমস খেলতে লন্ডনে রওনা পিভি সিন্ধুদের, সোনা জয়ের লক্ষ্যেই নামবেন শ্রীকান্তরা
প্রসঙ্গত, এই মাসেই মুক্তি পেয়েছে মিতালি রাজের বায়োপিক 'সাবাস মিঠু'। তবে এখনও ব্যস্ততা কমেনি। ক্রিকেটজীবন একই রয়েছে। মিতালি জানান, যখন এই ব্যস্ততা চলে যাবে, তখন বুঝব অবসর জীবন কেমন। মাত্র ১৬ বছর বয়সে ক্রিকেটে অভিষেক করেন মিতালি।