জল্পনা শেষ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Retirement) নিলেন মিতালি রাজ (Mithali Raj)। টুইটারে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। গত ২৭ মার্চ মহিলা বিশ্বকাপে শেষবার নীল জার্সি পরে মাঠে নামেন মিতালি।
কবে অবসর নেবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এদিন অবসরের সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়াতেই জানালেন মিতালি রাজ। এদিন টুইটারে একটি বিবৃতিতে তিনি লেখেন, "ছোট থেকেই লক্ষ্য স্থির করে নিয়েছিলাম। ভারতের হয়ে নীল জার্সি পরব। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই সবথেকে বেশি সম্মানের। এই সফরের অধিকাংশ সময় ভাল ছিল। খুব কমই খারাপ অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেক অভিজ্ঞতাই আলাদা ছিল। গত ২৩ বছর, আমার জীবনের সবথেকে সুন্দর,পরিপূর্ণ ও উপভোগ্য ছিল। কিন্তু সফর সবারই একদিন শেষ হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবার অবসর নিচ্ছি।"
আরও পড়ুন: ইডেনের মেকওভার! সাজঘর থেকে ক্লাব হাউজ, খোলনলচে বদলে যাচ্ছে ক্রিকেটের নন্দন কানন
অবসর ঘোষণা নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মিতালি। তিনি লেখেন, "যতবারই মাঠে ঢুকেছি, ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছে, তা আজীবন মনে থাকবে। বর্তমান টিমে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আছে। মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।"