একটা টেস্ট। আহত দুই অধিনায়ক। এই আবহেই আজ ঢাকার মীরপুরে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। একদিনের সিরিজ হারলেও, ভারত টেস্ট সিরিজ হারছে না, এটা নিশ্চিত। তবে নিশ্চিত নয়, এই ম্যাচে ভারত অধিনায়ক লোকেশ রাহুল খেলবেন কীনা। কারণ, বুধবার অনুশীলনে হাতে চোট পেয়েছেন। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, রাহুল চোট পেয়েছেন ঠিকই। কিন্তু তিনি খেলতে পারবেন না, এমনটাও নয়। ভারতীয় দলের ব্যাটিং কোচের দাবি, চিকিৎসকরা রাহুলকে দেখছেন, সবাই আশা করছে, রাহুল টস করতে পারবেন। যদিও রাহুল এই টেস্টে না খেলেন, তাহলে কী বাংলার অভিমুন্য ইশ্বরণের ভাগ্য খুলতে পারে ? তা অবশ্য স্পষ্ট করে কিছু বলেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এদিকে, বাংলাদেশ শিবির থেকেও রয়েছে চোটের খবর। পাঁজরে চোট রয়েছে অধিনায়ক শাকিব-আল-হাসনের। চট্টগ্রামে তিনি দ্বিতীয় ইংনিসে বল করেননি। যদিও মেসির জার্সি গায়ে মীরপুরে তাঁকে ফুটবল খেলতে দেখা গিয়েছে। যদি এই ম্যাচে যদি তিনি বল করতে না পারেন, তাহলে অতিরিক্ত বোলার মাঠে নামাতে হবে বাংলাদেশকেও।
এই পরিস্থিতিতে মীরপুরের পিচ যা ইঙ্গিত দিচ্ছে, তাতে এখানেও বল ঘুরবে। অশ্বিন-কুলদীপ-অক্ষররা তৈরি আছেন সিরিজ ২-০ করার জন্য। শুধু উদ্বেগ অধিনায়ক কেএল রাহুলের চোট নিয়ে। কারণ, চোটের কারণে বাংলাদেশ থেকে ভারতে ফিরতে হয়েছে রোহিত শর্মাকে।