আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান। তারপর ভারতীয় ব্যাটার অভিষেক শর্মাকে কী বললেন তাঁর গুরু ? হারারেতে অভিষেক জানিয়েছেন, মেন্টর যুবরাজ সিং খুশি ছিলেন শূন্য রান করার জন্যও। কারণ, শূন্য থেকেই তো শুরু করতে হয়। ৪৬ বলে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান অভিষেকের। তারপর থেকেই এই টি-টোয়েন্টি সিরিজে চর্চায় রয়েছেন ভারতের এই বাঁ-হাতি ওপেনার।
অভিষেক জানিয়েছেন, প্রথম ম্যাচে শূন্য করার পর তাঁর উপর রেগে যাননি যুবরাজ। বরং উৎসাহ দিয়েছিলেন কামব্যাক করার জন্য। আর সেই উৎসাহ কাজে দিয়েছে দ্বিতীয় ম্যাচেই। তাঁর ব্যাটে মজবুত হয়েছে ভারতীয় ইনিংস। দ্বিতীয় ম্যাচ ভারত জিতেছে ১০০ রানে।
রবিবার ম্যাচের পরেও যুবিকে ফোন করেছিলেন তাঁর ছাত্র। অভিষেক জানান, গুরুর পরামর্শ এই ধারাটা বজায় রাখতে হবে। কারণ, আরও অনেক শতরান অভিষেকের ব্যাট থেকে চান যুবরাজ। তাঁকে দেখতে চান একদিন এবং টেস্ট দলেও।