চোট ফিরিয়ে ফের বাইশ গজে ফিরবেন মহম্মদ শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলতে মাঠে নামতে চলেছেন ভারতের তারকা পেসার। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশ এবং বিহারের বিরুদ্ধে খেলানো হতে পারে তাঁকে।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি। কিন্তু বিশ্বকাপের মাঝেই চোট পেয়েছিলেন। চোট সারাতে অপারেশন করতে হয়। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন। তবে বর্তমানে রিহ্যাবের শেষ পর্যায় রয়েছেন তিনি। নেটে বোলিংও শুরু করেছেন।
প্রথমে মনে করা হচ্ছিল, বাংলাদেশের বিরুদ্ধেই মাঠে নামবেন শামি। কিন্তু এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশের বিরুদ্ধেও খেলানো হবে না তাঁকে। বরং অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বাংলার জোরে বোলার। যদিও এই সিরিজের সবকটি ম্যাচে শামি খেলবেন না বলেই খবর।
অন্যদিকে, বছর শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ সিরিজে দলের শামিকে প্রয়োজন রয়েছে। তাই ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলানো হবে না মহম্মদ শামিকে। ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি। তাই টেস্ট খেলার আগে এই ম্যাচেই লাল বলের প্রস্তুতি সারার সুযোগ পাবেন তিনি।