চিপকের মাটিতে বাংলাদেশকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। এর মধ্যেই ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কানপুরে আয়োজন করা হয়েছে এই টেস্ট ম্যাচের। কিন্তু এই টেস্ট স্কোয়াডেও নাম নেই বাংলার জোরে বোলার মহম্মদ শামির।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। কিন্তু এই টেস্টের স্কোয়াডে কোনও পরিবর্তন আনল না বিসিসিআই। চেন্নাই টেস্টের ১৬ জনকেই দলে রাখা হয়েছে। কারণ অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই প্রায় ব্যাটে বলে ভাল পারফর্ম করেছেন। সেই কারণেই দলে কোনও পরিবর্তন চাইছেন না রোহিতদের নতুন হেড স্যার গৌতম গম্ভীর। দ্বিতীয় টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি। কিন্তু বিশ্বকাপের মাঝেই চোট পেয়েছিলেন। চোট সারাতে অপারেশন করতে হয়। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন। তবে বর্তমানে রিহ্যাবের শেষ পর্যায় রয়েছেন তিনি। নেটে বোলিংও শুরু করেছেন। প্রথমে মনে করা হচ্ছিল, বাংলাদেশের বিরুদ্ধেই মাঠে নামবেন শামি। কিন্তু এই স্কোয়াডেও রাখা হল না তাঁকে।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় স্কোয়াডে কারা থাকছেন?
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল।