আইপিএলের এই মরশুম থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের হয়ে শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি. এই মরশুমে দুরন্ত শুরু করেছিলেন মায়াঙ্ক। মাত্র ২ ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। এরপরই চোট পান দিল্লির পেসার। আইপিএলের ৫ ম্যাচে মায়াঙ্ককে ছাড়াই নামতে হয় লখনউকে। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগেই মায়াঙ্কেক চোট নিয়ে আপডেট দিলেন দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার।
মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ৩.১ ওভার করেই মাঠ ছাড়তে হয় মায়াঙ্ক যাদবকে। ল্যাঙ্গার জানিয়েছেন, পেশীতে ফের চোট পেয়েছেন। স্ক্যান করা হয়েছে। ওই চোটের ফলেই আর আইপিএলে ফিরতে পারবেন না লখনউর পেসার।
ল্যাঙ্গার বলেন, "প্রার্থনা করছি, প্লে-অফে যাতে মায়াঙ্ক লখনউ টিমের হয়ে খেলতে পারে। কিন্তু ওর চোট যেমন, তাতে এবার আইপিএলে ওর ফেরা ওর পক্ষে খুবই কঠিন।"